ফিলিস্তিনি একটি সূত্র এএফপিকে জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে। তবে গত শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে যে মানচিত্র উপস্থাপন করা হয়েছে, তা আসলে সেনা প্রত্যাহারের নয়; বরং এটি ইসরায়েলি সেনাদের গাজায় নতুন করে মোতায়েন এবং তাঁদের অবস্থান নতুন করে সাজিয়ে নেওয়ার একটি মানচিত্র।
হামাস ইসরায়েলের এই মানচিত্র মেনে নেবে না বলে জানিয়েছে ওই সূত্র। সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস এই মানচিত্রগুলো মেনে না নেওয়ার কারণ হলো, সেগুলো মূলত গাজার প্রায় অর্ধেক এলাকা পুনর্দখলের বৈধতা দেয়। একই সঙ্গে গাজা থেকে বের হওয়া বা প্রবেশ করা এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ দেওয়া ছাড়াই উপত্যকাটিতে বিচ্ছিন্ন একটি অঞ্চলে পরিণত করবে।
এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীরা দুই পক্ষকেই আলোচনা স্থগিত রাখতে বলেছে। সূত্র জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফের সফরের আগপর্যন্ত আলোচনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় আরও বেশি পরিমাণে ত্রাণ সরবরাহের বিষয়ে আলোচনায় ‘কিছু অগ্রগতি’ এসেছে।