ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলায় চার সেনা নিহত হয়েছেন। এটি ছিল গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি কোনো ঘাঁটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল।
গতকাল ইসরায়েলের ঘাঁটিতে হামলার পর হিজবুল্লাহ হুঁশিয়ার করে বলেছে, লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েল যদি হামলা চালিয়ে যেতে থাকে, তবে তাদের জন্য জবাব হিসেবে যা অপেক্ষা করছে, সে তুলনায় এ হামলা কিছুই নয়।
ইরান–সমর্থিত হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যস্ত রাখার লক্ষ্যে হাইফার উত্তরাঞ্চলে নাহারিয়া ও আকরে এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠীটি একে ‘মিশ্র অভিযান’ আখ্যা দিয়েছে।