সুক্কোট বলেন, আজুলায় রাফায় এসে ইসরায়েল রাষ্ট্রের নামে অনেক বাড়ি ধ্বংস করেছেন। তিনি জানতেন, হয়তো আর বাড়ি ফিরে যেতে পারবেন না, যা সত্যিই ঘটেছে।
গত মে মাসে ইসরায়েলি বসতির আরেক বাসিন্দা ডেভিড লিবির প্রতিও শ্রদ্ধা জানিয়েছিলেন সুক্কোট। লিবি গাজা উপত্যকায় ভারী যন্ত্র চালানোর সময় নিহত হয়েছিলেন।
ইহুদিবাদীরা যে কতটা নৃশংস, সেটা উঠে এসেছে সুক্কোটের কথায়। তিনি বলেছিলেন, কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস করার মধ্য দিয়ে যুদ্ধের বড় যে সাফল্যটি এসেছে, তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন লিবি।
সুক্কোট আরও বলেছিলেন, যন্ত্র চালকদের অনেকেই বসতি এলাকার মানুষ। সবচেয়ে পরিচিত ভারী যন্ত্রচালক হলেন আব্রাহাম জারবিব। অধিকৃত বেইত এল বসতি এলাকার বাসিন্দা তিনি। জারবিব সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভিডিওগুলোর জন্য বেশ পরিচিতি পেয়েছেন। ওই সব ভিডিওতে তাঁকে গাজায় ঘরবাড়ি ধ্বংস করতে দেখা যায়।
খান ইউনিস এলাকায় ধারণ করা সাম্প্রতিক এক ভিডিওতে তিনি বলেন, ‘এ গ্রাম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না।’