ইসরায়েলকে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি বন্ধের আহ্বান বাইডেনের


লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়া বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ‘সম্পূর্ণ, ইতিবাচকভাবে’ এ আহ্বান জানাচ্ছেন তিনি।

লেবাননে শান্তিরক্ষীদের ওপর ৪৮ ঘণ্টায় দুটি হামলার ঘটনার পর বাইডেন এসব কথা বলেছেন।

শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে কাজ করা শ্রীলঙ্কার দুই সেনা আহত হওয়ার ঘটনাটির জন্য তাদের সেনারা দায়ী।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নাকুরায় জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ঘাঁটির আশপাশে কর্মরত আইডিএফ সেনারা বিপজ্জনক চিহ্ন দেখে গুলি চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি ‘সর্বোচ্চ মাত্রায়’ তদন্ত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *