ভবনে বোমা প্রতিরোধী কক্ষ
শুক্র ও শনিবার ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেসামরিক এলাকায় ক্ষয়ক্ষতি বিশ্লেষণের পর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যারা বোম্ব শেল্টারে ছিলেন, হামলায় তাঁদের বেশির ভাগেরই কিছু হয়নি।
ইসরায়েলের দিকে মূল চারটি ধাপে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ৫০টি ক্ষেপণাস্ত্রকে নিয়ম মেনে ভূপাতিত করার চেষ্টা করা হয়নি, কারণ সেগুলো খোলা জায়গার দিকে গিয়ে পড়ছিল। ‘স্বল্পসংখ্যক’ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পেরেছিল।
মধ্য ইসরায়েলের তেল আবিব, রামাত গান ও রিশোন লেজিওনে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন প্রায় ৮০ জন। মধ্য ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সাত সেনাও সামান্য আহত হয়েছেন।
আর যাঁরা নিহত হয়েছেন, তাঁদের বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় তাঁরা বোম্ব শেল্টারে ছিলেন না।