একই সময়ে যুক্তরাষ্ট্রের সাহায্য কমে গেছে, শান্তি আনার চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর ইউক্রেনের সেনারা ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁরা ফ্রন্টলাইনে খুব অল্প গোলাবারুদ আর সরঞ্জাম নিয়ে টিকে থাকার চেষ্টা করছেন।
এই অবস্থায় যদি কেউ ইউক্রেনের সাহসের প্রশংসা না করে বা গুরুত্ব না দেয়, তাহলে সেটা বড় ভুল হবে। এখন যে প্রশ্নটা কল্পনার বিষয় নয়, বরং একদম বাস্তব, সেটি হলো: যদি ইউক্রেন হেরে যায়, তাহলে কী হবে?
এর উত্তর হলো: যদি ইউক্রেন ভেঙে পড়ে, তাহলে তা হবে পশ্চিমাদের জন্য একটি বড় কৌশলগত ব্যর্থতা। এই ব্যর্থতা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের চেয়েও বড় বিপর্যয়কর হতে পারে। ইউরোপ, ব্রিটেন, ট্রান্সআটলান্টিক জোট এবং আন্তর্জাতিক আইনের ওপর এর বিরূপ প্রভাব হবে ভয়াবহ। আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য এ চিন্তাই যথেষ্ট হওয়া উচিত।
২০২৩ সালের শেষ দিকে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর থেকেই এটা পরিষ্কার হয়ে গেছে, ইউক্রেন জিতছে না। এ বছরজুড়ে রুশ বাহিনী দোনেৎস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।