‘অবৈধ সম্পদ বৃদ্ধির’ অভিযোগে ইউক্রেনে দেশটির সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই মনোরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ১০ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ অবৈধভাবে আয়ের অভিযোগ এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই এ আয় হয়েছিল।
ইউক্রেনের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) এক বিবৃতিতে বলেছে, কোনো ব্যক্তি সামরিক পরিষেবার জন্য উপযুক্ত কি না, তা নির্ধারণে যে কমিশন গঠিত হয়েছিল, তাতে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি ছিলেন।
এসবিইউয়ের দেওয়া ওই বিবৃতিতে গ্রেপ্তার ব্যক্তির নাম জানানো হয়নি। ওলেহ ড্রুজ নামের এক ব্যক্তিকে এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল।