বিবৃতি অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক, বেলগোরোদ, স্মোলেনস্ক, লিপেটস্ক এবং ভোরোনেজ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের ভূখণ্ড লুহানস্ক ও খেরসনেও হামলা হয়েছে।
এসব হামলার কথাবার্তা সংস্থা রয়টার্স আলাদা করে যাচাই করে দেখতে পারেনি।
রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, ১৮ মার্চ থেকে তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রেখেছে।