ইউক্রেনে ট্রাম্পের সহায়তা বন্ধে কতটা সুবিধা পাবে রাশিয়া


ইউক্রেন নিজস্ব অস্ত্র উৎপাদনের কাজ জোরালো করেছে। ইউরোপের দেশগুলোতেও যে নিজস্ব সম্পদ নেই, তা নয়।

ইউরোপ, বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ স্যাটেলাইটে ধারণ করা ছবি সরবরাহ করার মধ্য দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করে থাকে। যুদ্ধক্ষেত্রে রুশ নিশানাগুলো খুঁজে বের করতে এসব ছবি ব্যবহার করা হয়ে থাকে। তবে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো যতটা প্রখরভাবে রুশ সামরিক গতিবিধি ধারণ করতে পারে, ইউরোপীয় স্যাটেলাইটগুলো তা পারে না।

ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি গোয়েন্দা সহায়তা বন্ধ থাকে, তবে এর পরিণাম তাঁদের ভোগ করতে হবে।

আর যদি গ্রীষ্ম মৌসুম শুরুর পরেও সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকে, তাহলে ইউক্রেন তার কিছু অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ হারাবে। এর মধ্যে আছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নেভিগেশন ব্যবস্থা এবং দূরপাল্লার রকেটের গোলাবারুদ।

দীর্ঘদিন ধরে এসব অস্ত্রের ঘাটতি থাকলে তা ইউক্রেনের দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা নষ্ট হবে। ইউক্রেনের বিভিন্ন শহর ও সেনারা ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে।

গত সোমবার পেন্টাগন বলেছে, বাইডেন প্রশাসনের সময়ে বরাদ্দকৃত কিছু অস্ত্রসহায়তা ইউক্রেনকে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এসব সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ট্রাম্পের নির্দেশনা হচ্ছে জেলেনস্কি যতক্ষণ পর্যন্ত না রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে সদিচ্ছার প্রতিশ্রুতি দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এ সরবরাহ বন্ধ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *