পেন্টাগন এক ই-মেইলে বলেছে, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু বিকল্প পথ দেখিয়েছে তারা। এর লক্ষ্য হলো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিমালাবিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি বলেন, একই সময়ে পেন্টাগন যুদ্ধ বন্ধের লক্ষ্য ঠিক রাখতে তাদের পরিকল্পনা ভালোভাবে খতিয়ে দেখছে ও বদলাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যেন প্রশাসনের প্রতিরক্ষাসংক্রান্ত অগ্রাধিকারের বিষয়গুলোর জন্য সব সময় প্রস্তুত থাকে, সেটাও নিশ্চিত করা হচ্ছে।
রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ধীরে ধীরে আরও অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নতুন এলাকা দখল করেছে। দেশজুড়ে বিমান হামলাও বাড়িয়েছে রাশিয়া।