আর্সেনাল সমর্থকদের জন্য দুটি খবর, একটি ভালো, আরেকটি মন্দ


পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার রাতে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে আরতেতা জানান, চোটের কবল থেকে এখনো বের হতে পারেনি আর্সেনাল। উল্টো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে বুকায়ো সাকা। ২৩ বছর বয়সী এই উইঙ্গার ২১ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ক্রাচে ভর করে মাঠ ছেড়েছিলেন।

আরতেতা জানিয়েছেন, সাকার অস্ত্রোপচারের পর সেরে উঠতে দুই মাসেরও বেশি সময় লাগতে পারে, ‘তার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনকভাবে তাকে অনেক অনেক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অনেক সপ্তাহ বলতে আমার মনে হচ্ছে দুই মাসের বেশি। যদিও আমি জানি না, ঠিক কতটা সময় লাগতে পারে।’

চলতি মৌসুমে আর্সেনালের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছিলেন সাকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে গোল করেছেন ৯টি, গোলে সহায়তা ১৩টি।
আর্সেনালের পরের ম্যাচ নতুন বছরের প্রথম দিন ব্রেন্টফোর্ডের মাঠে, এরপর ৪ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *