আর্সেনাল কেন পেনাল্টি পেল, রিয়ালের পেনাল্টি কেন বাতিল হলো


ভিএআর রিভিউ: প্রতিপক্ষ খেলোয়াড়কে ধরে রাখা কিংবা আটকে রাখা ফাউল হয় কীভাবে? এমনিতে এটাকে ফাউল হিসেবে দেখা না হলেও চ্যালেঞ্জ প্রতিপক্ষের ওপর কতটা প্রভাব ফেলল সেটা মূল বিষয় এবং এটাই দেখা হয়। তবে এই প্রভাব কতটা তা বিচার করা ভিএআর রেফারির জন্য কঠিন। এ ক্ষেত্রে বলের গতিপথ খুব গুরুত্বপূর্ণ। যে খেলোয়াড়কে আটকে রাখা হয়েছিল, তিনি যদি বলটি ধরার মতো অবস্থানে থাকেন এবং প্রতিপক্ষের অবৈধ চ্যালেঞ্জের কারণে সেটি করতে না পারেন, তাহলে সম্ভাব্য পেনাল্টি পর্যালোচনা করে দেখে ভিএআর প্রযুক্তি। কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়া খেলোয়াড়টি যদি বল যেখানে পড়বে সেদিকে না দৌড়ান, তাহলে ভিএআর প্রযুক্তি ফুটবল-সংশ্লিষ্ট কোনো কারণ পর্যালোচনা করবে না।

আসেনসিও মেরিনোকে ধরে রেখেছিলেন। কিন্তু সেটা কি ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার মতো ছিল? উত্তর হলো, এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং দ্রুতই নেওয়া হয়েছে। দুই মিনিটের কিছু বেশি সময় লেগেছে। তবে এটা খুব দ্রুত হলে পরে যেটা ঘটেছে, সেটা মোটেও তেমন ছিল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *