ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনাল ম্যাচটা হারলেই নিশ্চিত হতো লিভারপুলের লিগ শিরোপা। কিন্তু মাঠে না নেমে লিভারপুলকে উদ্যাপনের সে সুযোগটা দিল না মিকেল আরতেতার দল। বলা যায়, সামান্যের জন্য ঝুলে থাকল লিভারপুলের চূড়ান্ত উদ্যাপন।
প্যালেসের বিপক্ষে আজ পরপর দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
আর্সেনাল ম্যাচটা না হারায় অন্য রকম সুবিধাও হলো লিভারপুলের। এখন ঘরের মাঠে ম্যাচ জিতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ পাচ্ছে তারা। সে জন্য আগামী রোববার রাতে টটেনহামের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচটা ড্র করলেই চলবে।