ফাউলে ভরপুর ম্যাচে এভারটন সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে। লুইস-স্কেলি হ্যারিসনকে ফেলে দেওয়ার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লিলমান এনদিয়ায়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করে সমতা ফেরান।
আর্সেনাল এরপর দুবার গোলের কাছাকাছি গেলেও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মিকেল মেরিনোরা নষ্ট করেন সুযোগ।