প্রিমিয়ার লিগে আজ ছিল দু দলের ১৫তম দেখা। আগের ১৪ বারের মধ্যে ১১ বারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল আর্সেনাল। এর মধ্যে সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতে মোট ১৩ বার বোর্নমাউথের জালে বল পাঠিয়েছে মিকেল আরতেতার দল। বিপরীতে বোর্নমাউথ বাকি যে তিন ম্যাচে পয়েন্ট নিতে পেরেছে (২ ড্র, ১ জয়), সবই ছিল নিজেদের মাঠে।
আজ সেই ভাইটালিটি স্টেডিয়ামে আরও একবার আর্সেনালকে আটকাল বোর্নমাউথ। প্রিমিয়ার লিগের শিরোপা-প্রত্যাশীরা বোর্নমাউথের কাছে হেরেছে ২-০ গোলে। চলতি ২০২৪-২৫ মৌসুমে এটি আর্সেনালের প্রথম হার।