আশ্রমের প্রধান সেবায়েত পরমানন্দ সাধু জানান, আশ্রমের কমিটি গঠন নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। হয়তো এর জের ধরে দুর্বৃত্তরা বাগানের আম পাড়া বাধাগ্রস্ত করার জন্য হামলা চালিয়েছে।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সেনাসদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।