‘আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’


নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবার সেই অন্ধকারেই চলে যাবে। কিন্তু এনসিপি সেই অন্ধকার আসতে দেবে না। আমরা ইনসাফভিত্তিক ন্যায়ের অর্থনীতি ও বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশের সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। মেধা–যোগ্যতার ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। সেনাবাহিনী দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করবে। আমরা চাই না, সেনাবাহিনী, ডিজিএফআইয়ের কোনো অফিসার গুমের সঙ্গে জড়িত থাকুক। আমরা ইনসাফভিত্তিক দায় ও দরদের রাষ্ট্র গড়ে তুলতে চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *