পরদিন ২৩ মার্চ রিফাতের পরিবারকে জানানো হয়, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেসামরিক প্রতিরক্ষা দলের ১৫ জন কর্মী নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাদের অতর্কিত হামলার শিকার হয়েছেন তাঁরা।
খবরটা পাওয়ার পর থেকে আট দিন ছেলের জন্য নিরন্তর অপেক্ষা, খোদার কাছে প্রার্থনা আর তাঁকে জীবিত ফেরত পাওয়ার আশায় তাঁর পরিবারের সময় কেটেছে।
ঘালিয়া বলছিলেন, ‘(খবরটা শুনে) আমি হন্যে হয়ে একবার এদিকে গেছি, আরেকবার ওদিকে। কেঁদেছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি, রেড ক্রিসেন্টের সঙ্গে বারবার যোগাযোগ করেছি।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওই কর্মীদের জন্য অনুসন্ধান অভিযান পরিচালনায় ইসরায়েলকে রাজি করানোর চেষ্টা করে গেছে। তিনি বলেন, ‘প্রতিবারই তারা (ফিলিস্তিন কর্তৃপক্ষ) বলেছে, ইসরায়েল সহযোগিতা করতে সম্মত হয়নি। তা শুনে আমি মানসিক যন্ত্রণায় মূর্ছা যেতাম।’