সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হামলার ঠিক পরপরই রাস্তার ওপর প্রাপ্তবয়স্ক মানুষ এবং ছোট ছোট শিশু পড়ে আছে। তাদের কেউ গুরুতর আহত, আবার কেউ একদম নড়াচড়া করছে না। ভিডিওটির সত্যতা যাচাই করেছে বিবিসি।
পাশের আল-আকসা হাসপাতালের মর্গে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এক নারী বিবিসিকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর অন্তঃসত্ত্বা ভাগনি মানাল এবং মানালের মেয়ে ফাতিমাও আছে। মানালের ছেলে এখন আইসিইউতে চিকিৎসাধীন।
ইন্তেসার বলেন, ‘ঘটনার সময় মানাল শিশুদের জন্য পুষ্টিসামগ্রী নিতে লাইনে দাঁড়িয়ে ছিল।’
আরেকজন নারী পাশ থেকে বলে ওঠেন, ‘তাদের কী অপরাধে হত্যা করা হলো?’
ইন্তেসার আরও বলেন, ‘আমরা গোটা বিশ্বের চোখের সামনে মরছি। সারা বিশ্ব গাজার ওপর নজর রাখছে। যাঁরা ইসরায়েলি সেনাদের হাতে মারা যাচ্ছেন না, তাঁরা সহায়তা নিতে গিয়ে মারা যাচ্ছেন।’