গতকাল রাতে জম্মুতে বিস্ফোরণের ঘটনার আগে বুধবার রাতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। গতকাল এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, এদিন রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুর এলাকায় পাকিস্তানি সেনাচৌকি থেকে গুলি এবং কামানের গোলা বর্ষণ করা হয়।
এই উত্তেজনার মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থিত পুঞ্চ জেলার বহু মানুষ তাঁদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। সেখানকার বাসিন্দা সুফরিন আখতার বিবিসিকে বলেন, তাঁর বাড়ির সামনে এসে একটি গোলা পড়ে। এরপর তিনি বাড়ি ছেড়ে চলে যান। হামলার শিকার আরেক বাসিন্দা বলেন, ‘যা গড়েছিলাম, সব ধ্বংস হয়েছে। আমরা যুদ্ধ চাই না।’
পাল্টাপাল্টি হামলার মধ্যে গতকাল পাকিস্তানের করাচি, লাহোর ও ইসলামাবাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। ১০ মে পর্যন্ত ভারতের ২০টির বেশি বিমানবন্দরের কার্যক্রম গতকাল থেকে স্থগিত করা হয়েছে। এই বিমানবন্দরগুলোর বেশির ভাগই উত্তর ভারতে। এর আগে বুধবার ভারতের ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়।
এ ছাড়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব হাসপাতালে গতকাল জরুরি অবস্থা জারি করা হয়েছে। আপত্কালীন পরিস্থিতির জন্য হাসপাতালগুলোর অর্ধেক বিছানা বরাদ্দ রেখেছে দেশটির সরকার। এ ছাড়া রাজধানী ইসলামাবাদের সব হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল।