সদস্য হিসেবে রয়েছেন সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসিন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিটি দেওয়ান, আবদুল্লাহ সালেহিন অয়ন, দাইয়ান নাফিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির প্রতিনিধি।
তবে এই কমিটি ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে প্রথম আলোকে তিনি বলেন, ‘শুটিংয়ের যে কমিটি ঘোষণা হয়েছে, এটা নিয়মবহির্ভূত। এটা আমাদের দেওয়া কমিটি নয়। অন্য ফেডারেশনগুলোর কমিটি যেমন সার্চ কমিটির দেওয়া ছিল, শুটিংয়ের কমিটি তেমন নয়। লোকদেখানো কমিটি করার দরকার ছিল না।’