শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, অটোরিকশা উল্টে শিশুসহ তিনজন খালে পড়ে যান। দুই নারী উঠে আসতে পেরেছেন। কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছয় মাস বয়সী শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আছেন। স্থানীয় লোকজন জানান, শিশুটির নাম সেহলিজ। তার মায়ের নাম সালমা বেগম। তাঁরা চকবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।