অজ্ঞান হয়ে মাঠের বাইরে, জ্ঞান ফেরার পর করেন হ্যাটট্রিক


সেদিন ম্যাচ শেষ হওয়ার পরপরই আহত ড্রেককে লন্ডনের রয়্যাল নর্দার্ন হাসপাতালে নেওয়া হয়। সারা রাত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ব্রিটিশ দৈনিক ডেইলি হেরাল্ডের এক কলামিস্ট জানান, টেড ড্রেকের সাহসিকতা ছিল একজন বীরের মতো। তাঁর বাঁ হাতের কবজির দুটি হাড় ভেঙে গিয়েছিল, মাথায় পড়েছিল পাঁচটি সেলাই। তবু দলের কথা ভেবে সব প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি মাঠে ফিরেছিলেন।

আর্সেনালের ট্রেনার হুইটেকার পরে জানান, তাঁর মনে হচ্ছিল তিনি সিংহ–হৃদয়ের কাউকে কাঁধে তুলে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন, যাঁর মনোবল ছিল দৃঢ়, ফিনিশার হিসেবে ছিলেন একদম নিখুঁত।

লোকেমুখে শোনা যায়, সেই সময় কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেয়ে (কনকাশন) জ্ঞান হারালে চেতনা ফেরাতে গন্ধযুক্ত লবণ দেওয়া হতো। ড্রেকের ক্ষেত্রেও সেটা করা হয়েছিল কি না, জানা সম্ভব হয়নি। তবে ড্রেক সেদিন মাঠে অবিচল সংকল্পের যে ছাপ রেখেছিলেন, তা তাঁকে ইংলিশ ফুটবলে আলাদা জায়গা করে দিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *