২৭ বছরে পার্বত্য চুক্তির মূলধারাগুলো বাস্তবায়িত হয়নি


আজ ২ ডিসেম্বর সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বার্ষিকী। এত বছর পরও এ চুক্তির বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ গবেষকেরা।

চুক্তির মাধ্যমে গঠিত তিন জেলা পরিষদ গত মাসে পুনর্গঠন করা হয়েছে পুরোনো ধারায় সরকার মনোনীত ব্যক্তিদের দিয়ে। এখন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি করছে চুক্তিবিরোধী আঞ্চলিক দল ইউপিডিএফ। চুক্তি বাস্তবায়নের জন্য গঠিত পরিবীক্ষণ কমিটি এখন পর্যন্ত নতুন করে গঠিত হয়নি।

চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার কিছু দেখছি না। বাস্তবায়নের দিকটি গতি পাবে, এমন কোনো ইঙ্গিতও নেই।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে দেশের প্রায় এক-দশমাংশ এলাকা পার্বত্য চট্টগ্রামে দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র লড়াইয়ের অবসান হয়। চুক্তিতে ৭২টি ধারা আছে। এর মাধ্যমে তিনটি জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ গঠিত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *