ম্যাচে প্রথম গোল ব্রাইটনের, সবচেয়ে বেশি সময় বলে দখলও তাদেরই। কিন্তু স্টামফোর্ড ব্রিজে আজ ব্রাইটন নয়, হেসেছে চেলসি। ব্রাইটনকে একাই উড়িয়ে দিয়েছেন কোল পালমার। ২২ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গার মাত্র ১০ মিনিটের মধ্যে করেছেন হ্যাটট্রিক, ২০ মিনিটের মধ্যে করেছেন ৪ গোল। আর সব কটিই ম্যাচের প্রথমার্ধে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যাচের প্রথম ৪৫ মিনিটের মধ্যে কোনো খেলোয়াড়ের ৪ গোল করার ঘটনা এই প্রথম। পালমারের রেকর্ডের ম্যাচে চেলসি ব্রাইটনকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। একই সময়ে এমিরেটসে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল।