রাইয়া জানান, শামসুদ-দীন কীভাবে আইএসে যোগ দিলেন, সেই বিষয়ে অনুসন্ধান করছে এফবিআই। তবে হামলার পর যেসব প্রমাণ তদন্তকারীরা সংগ্রহ করতে পেরেছেন, তাতে তাঁরা নিশ্চিত, সন্দেহভাজন এই হামলাকারী শতভাগ আইএসের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হন।
কর্তৃপক্ষ বলছে, শামসুদ-দীন একাই ওই হামলা চালান। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি।
শামসুদ-দীনের সৎভাই আবদুল জব্বার এক সাক্ষাৎকারে বলেন, শামসুদ-দীন একসময় একটি নিরীক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন। বয়স ২০ বা ৩০–এর কোটায় তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। তবে সম্প্রতি আবার ইসলাম ধর্মে বিশ্বাসী হন।
আবদুল জব্বার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শামসুদ-দীনের জন্ম ও বেড়ে ওঠা টেক্সাসে। কিন্তু কবে থেকে তাঁর সৎভাই উগ্রবাদে যুক্ত হলেন, সে ব্যাপারে ধারণা নেই।