স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে জিপে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। পর্যটনকেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে সাজেক-বাঘাইহাট সড়কের শিজকছড়া এলাকায় পৌঁছালে তাঁদের জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় জিপটি। এ সময় জিপে থাকা ১২ জন পর্যটকের সবাই কমবেশি আহত হন।
সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে খাদে পড়ে গিয়ে পর্যটকেরা আহত হন।