এ সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর নতুন করে পুরোনো ধারার আক্রমণ চলছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে জল, জমি ও জঙ্গলের ওপর তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মানবিক মর্যাদা ও অধিকার যখন ক্ষুণ্ন হবে, তখন কেউ নিশ্চিন্তে থাকতে পারবে না।
ঐকমত্য কমিশন মাসের পর মাস বৈঠক করলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে ডাকা হয়নি বলে সমাবেশে উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা। তিনি বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসেও এ সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকারের ওপর ‘ডানপন্থার ভূত’ চেপেছে বলেও মন্তব্য করেন দীপায়ন খীসা। তিনি বলেন, ‘ডানপন্থার ভূত চেপেছে বলে এই সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিষয়ে কোনো কথাবার্তা বলে না। বম মরলে খবর নেয় না, পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো কথা বলে না, ভূমি কমিশন পুনর্গঠন করে না। সরকারের প্রতি বার্তা, ডানপন্থার ভূতকে মাথা থেকে নামিয়ে ফেলেন। জনগণের কথা শুনুন।’