লিভারপুল ৪ : ১ ইপসউইচ
উলভস ০ : ১ আর্সেনাল
বোর্নমাউথ ৫ : ০ নটিংহাম ফরেস্ট
শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে অবনমন অঞ্চলের দল ইপসউইচ টাউনের লড়াই, তাও ম্যাচটা আবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। এই ম্যাচে জয় তো বটেই ড্র করাটাও ইপসউইচের জন্য হতো মৌসুমের সবচেয়ে বড় ঘটনা। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছুই হয়নি। যা অনুমেয় ছিল মাঠেও ঘটেছে তাই।
লিভারপুলের কাছে উড়ে গেছে ইপসউইচ। পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা দলটির বিপক্ষে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। ‘অল রেড’দের জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো। আর একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই।