রিয়ালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি একই সাক্ষাৎকারে আগামী মৌসুমে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন ইয়ামাল, ‘আমি প্রতিবছর উন্নতি করব। আগামী বছরে আমি আরও বেশি গোল করব, আরও বেশি অ্যাসিস্ট (গোল করানো) করব। আর শারীরিকভাবে এখনকার চেয়ে বেশি শক্তিশালী হব।’
পাশাপাশি বার্সাকে নিয়ে মানুষের ভাবনাও বদলাতে চান ইয়ামাল, ‘আমরা উন্নতি করছি, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে, আমরা সেরা। মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারল, তখনো সবাই তাদের ফেরার সম্ভাবনায় বিশ্বাস রেখেছিল। কিন্তু আমরা ইন্টারের সঙ্গে ড্র করার পর সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এটা বদলানো দরকার।’