‘মুসলিমদের সম্মানরক্ষক’ পাকিস্তান সেনাবাহিনী কেন গাজাবাসীর পাশে দাঁড়ায় না


পাকিস্তানের প্রয়োজন প্যারেড নয়, উড়ন্ত যুদ্ধবিমান নয়; প্রয়োজন নৈতিক স্পষ্টতা। প্রয়োজন এমন নেতৃত্ব, যারা ‘গণহত্যা’ আর ‘ভূরাজনীতি’র পার্থক্য বুঝতে পারে। প্রয়োজন এমন জেনারেল, যাঁরা পবিত্র কোরআনের আয়াতকে শুধু উদ্ধৃত করা নয়, বাস্তবেও তা প্রয়োগ করেন। প্রয়োজন এমন জেনারেল, যাঁরা লোকদেখানো নয়; বরং ন্যায়ের লক্ষ্যে সাহসকে হাতিয়ার করেন।

সোজাসাপটা বললে, যে দেশের সেনাবাহিনী গাজার চেয়ে ওয়াশিংটনকে বেশি ভয় পায়, সেই দেশ এখনো সার্বভৌম নয়। তারা নিজেদের আত্মা ইজারা দিয়েছে।

তাই, সেই পদক থাকুক ধুলামাখা। সেই খুতবা থাকুক থেমে। জেনারেলরা আর তাঁদের চাটুকার দল থাকুক পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে ভোজসভায়। ইতিহাস তাঁদের মনে রাখবে না সম্মানের সঙ্গে। গাজার শিশুদের যখন গণকবরে শোয়ানো হবে, তখন পাকিস্তানের ফিল্ড মার্শালকে মনে রাখা হবে সেই মানুষ হিসেবে; যিনি এক গণহত্যাকারীকে শান্তির পুরস্কার দিতে চেয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *