যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আড্ডায় থাকা চার-পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য দৌড়ে পালিয়ে যায়। ধাওয়া করার সময় ঘটনাস্থলে একটি দেশি বন্দুক, দুটি তাজা কার্তুজ, একটি টিপ ছোরা, তিনটি চাইনিজ কুড়াল পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়।
জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বুধবার দিবাগত রাতে ওই অভিযানটি পরিচালনা করেছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ছাড়াও গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।