পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন হারুনের স্ত্রী চম্পা আক্তার। তিনি বলেন, হামলায় তাঁর সাজানো সংসার তছনছ হয়ে গেছে।
রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে শাহজাহান সিরাজের বাড়ির পাশে নূরাই পীরের দরগাহে হামলা করে সেটি ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মাজারে দাঁড়িয়ে কথা হয় আবদুল বাসেদ শেখ নামের এক তরুণের সঙ্গে। তিনি বলেন, বাবা-ছেলেকে হত্যার পর সেটি ভিন্ন খাতে প্রবাহিত করে মাজার ও অন্যান্য বাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজের স্ত্রী নূর জাহান বেগম বলেন, ‘আমরা এত খারাপ হলে আমার স্বামী তিনবার চেয়ারম্যান হতো না। আমাদের বাড়ি কেন ভাঙতে আসে, তা বুঝতে পারিনি।’