ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রতিনিধিদের বাড়িতে দুস্থদের চাল, চার ইউপি সদস্য গ্রেপ্তার


পুলিশ ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ভিডব্লিউবি প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ইউপি সদস্যরা নিজেদের বাড়িতে রেখেছেন—এমন খবর পেয়ে গতকাল রাতে চার ইউপি সদস্যর বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এ সময় ইউপি সদস্য পারভীনের বাড়িতে ১৭ বস্তা, হবি সরকারের বাড়িতে ৭ বস্তা, হাবিব মিয়ার বাড়িতে ২৫ বস্তা ও হাসান মিয়ার বাড়ি থেকে ১৯ বস্তা চাল জব্দ করা হয়। প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। এ ঘটনায় ওই চার জনপ্রতিনিধিকে আটক করে যৌথ বাহিনী। পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

রাবেয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ইউপি সদস্যদের বাড়ি থেকে মোট ৬৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীনে ভিডব্লিউবি প্রকল্পে ১ হাজার ৭১৭ জন উপকারভোগী আছেন। এর মধ্যে জব্দ করা ৬৮ বস্তা চাল দরিকান্দির ৯৩ জন উপকারভোগীর জন্য বরাদ্দ ছিল। গত বছর ওই চারজন ইউপি সদস্যর চাল বরাদ্দের মেয়াদ শেষ হয়েছিল। চলতি মে মাসে পাঁচ মাসের চাল তাঁরা বরাদ্দ পেয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *