চে ছিলেন আজন্ম বিপ্লবী। তিনি নতুন দেশে বিপ্লবের আশায় কিউবা ত্যাগ করেন। সেকেন্ড কমান্ড ভিক্টর বার্ক এবং ১২ জন সহযোদ্ধা নিয়ে কঙ্গোয় গিয়ে প্যাট্রিস লুমুম্বার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীকে সংগঠিত করার দায়িত্ব নেন। এরপর চে সহযোদ্ধাদের নিয়ে চলে যান বলিভিয়ায়। সেখানে শুরু করেন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট স্বৈরশাসক বারিয়েস্তোসের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ। বারিয়েস্তোসের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় গুরুতর আহত হয়ে বন্দি হন চে। বলিভিয়ার লা হিগুয়েরা নামে একটি গ্রামের স্কুলঘরে সারা রাত আটকে রেখে পরের দিন তাঁকে হত্যা করা হয়।
Source link