বনের জায়গা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে হামলা, এসি ল্যান্ডসহ আহত ৬


শ্রীপুরের ইউএনও সজীব আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। হামলায় আহত এসি ল্যান্ড আতাহার শাকিলসহ অন্যরা এখন শারীরিকভাবে ভালো আছেন।
এর আগে সকাল থেকে সেখানে বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বন বিভাগ, ওয়াইল্ডলাইফ সেন্টারসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।

বন বিভাগ জানিয়েছে, গত ৫ আগস্টের পর বনের প্রচুর জমি জবরদখল করে ঘর তৈরি করা হয়। এ অভিযানে এসব জমি ও ঘর উদ্ধার করা হচ্ছে। মঙ্গলবার অভিযান শেষ হলেও বাকি থাকা অন্য জমিগুলো বন বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ধার করবে। দিন শেষে প্রায় সাত একর বনভূমি উদ্ধার হয়। এই বনভূমি থেকে ১১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *