শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসে বেতনের আগে একাধিক বেতন শিটে তাঁদের সই নেওয়া হয়। তাঁদের যে বেতন দেওয়া হয়, তার বেশি বেতন উল্লেখ করে আরেকটি বেতন শিটে তাঁদের সই করানো হয়। এ ছাড়া কারখানার ব্যবস্থপকদের নিয়ে কোনো শ্রমিক যদি প্রতিবাদ জানান, তাহলে তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডায়নামিং সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন। তাঁদের বোঝানোর জন্য থানার পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ বসবে—এমন আশ্বাসে শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়েছেন।