মুখপাত্র ম্যালি সোচিয়েতা জানান, থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় অন্তত ৫০ বেসামরিক মানুষ ও ২০ জনের বেশি সেনা আহত হয়েছেন।
এদিকে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিনের সীমান্ত সংঘাতে দেশটিতে শিশুসহ ১৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সেনা নিহত হয়েছেন ছয়জন। কম্বোডিয়ার সেনাদের হামলায় আহতের সংখ্যা অন্তত ৫৯ জন। তাঁদের মধ্যে বেসামরিক থাই ২৯ জন এবং সেনা ৩০ জন।
দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরোনো। গত বৃহস্পতিবার এ বিরোধ রক্তাক্ত সংঘাতে রূপ নেয়। যুদ্ধবিমান থেকে শুরু করে কামানের গোলা, ট্যাংক ও পদাতিক সেনা ব্যবহার করে হামলার ঘটনা ঘটে।