ডেসটিনির ট্রি প্ল্যান্টেশনের অর্থ আত্মসাতের মামলার রায় ২৮ নভেম্বর


আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেসটিনির ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী ও শাহিনুর রহমান। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত ২৮ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগে আজ কারাগারে থাকা মামলার আসামি ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, এমডি রফিকুল আমীন ও পরিচালক ফারাহ দীবাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে আদালতে উপস্থিত ছিলেন ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ। বাকি ১৫ আসামি পলাতক রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *