স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাঙনের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কয়েক হাজার একর জমিতে চাষাবাদ হয়। সেগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, ফতেআইল্যে পাড়া এলাকায় মেরিন ড্রাইভের পশ্চিম পাশে বসানো জিও ব্যাগের বাঁধ ধসে পড়েছে। এর বাইরে কিছু এলাকায় সড়ক ভেঙে পূর্ব পাশের চাষের জমিতে জোয়ারের পানি ঢুকে পড়ছে। স্থানীয় লোকজন বলছেন, সড়ক পুরোপুরি ভেঙে গেলে পাশের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগেও ২০২৩ সালের আগস্টে ও চলতি বছরের মে মাসে এই অংশে জোয়ারের প্রভাবে ভাঙন দেখা দিয়েছিল। তখন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করে।