শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা-৫ শাখা থেকে পাঠানো নোটিশে বলা হয়, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা হবে আজ বুধবার সকালে। এ বিভাগের সভাকক্ষে বৈঠকটি হবে। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের। সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা; প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের (ইস্পাতের কাঠামো) মাধ্যমে নির্মাণ; আবাসন সমস্যা নিরসন বিষয়ে আলোচনা ও বিবিধ প্রসঙ্গ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদুল হক প্রথম আলোকে বলেন, ‘বুধবার (আজ) মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শাটডাউন কর্মসূচি স্থগিত বা অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ একই ধরনের কথা বলেন, আন্দোলনে থাকা উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।