এর আগে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাসা থেকে সেলিম মাহমুদকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাঁকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত বুধবার রূপগঞ্জের রবিনটেক্স পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, সরকারি কাজে বাধা ও পুলিশ-সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতিও।
এদিকে গ্রেপ্তার স্বামী সেলিম মাহমুদের জামিন মঞ্জুর না হওয়ায় তাঁর স্ত্রী বীথি মাহমুদ নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন বড় ছেলে ওয়াশি মাহমুদ।