এদিকে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, প্রায় ৫০ হাজার সংরক্ষিত সেনা তলব করা হতে পারে। আগামী মাসে তাঁদের নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।
ওই সেনা কর্মকর্তা আরও বলেন, অভিযানের পরবর্তী ধাপে গাজা নগরে নিয়মিত সেনারা অভিযান চালাবেন। তাঁদের মূল লক্ষ্য থাকবে গাজা নগর দখল। প্রাথমিক ধাপের অংশ হিসেবে সেনারা ইতিমধ্যে গাজা নগরের জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছেন।