আদালত সূত্রে জানা গেছে, হাবিবুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান গতকাল প্রথম আলোকে বলেন, হাবিবুরকে সেনাবাহিনী আটক করে গত শনিবার রাত সাতটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলার আলদাদপুরের ভাঙচুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। পরে এক ভুক্তভোগীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।