আটক ১৪ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু। আটক ব্যক্তিরা জানিয়েছেন, ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯২ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।