বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে দীপায়ন খীসা বলেন, ‘আপনার আমলে তিনজন নিরীহ বম চিকিৎসার অভাবে কারাগারে মারা গেছে। আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে।’
বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য ফাল্গুনী ত্রিপুরা বলেন, একটা ত্রিপুরা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, অথচ রাষ্ট্র এখনো নিশ্চুপ। উল্টো যাঁরা প্রতিবাদ করেছেন তাঁদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক জানোকি চিসিম বলেন, ‘জুলাই–পরবর্তী সময়ে পাহাড়ে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু এ পর্যন্ত একটা মামলারও সমাধান হয়নি। বরং আমরা দেখতে পাই, ধর্ষকেরা হেসেখেলে ঘুরে বেড়ায় আর সুইসাইড (আত্মহত্যা) করে আদিবাসী নারী।’