হামলায় আহত যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান প্রথম আলোকে বলেন, চিকিৎসকের পরামর্শে রকিকে উত্তরায় নেওয়া হয়েছে। আজ রোববার তাঁর মাথার সিটি স্ক্যান করা হতে পারে।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’