যদি এই কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করতে রাজি হন, তবে তাঁরা এ প্রকল্পের আওতায় আট মাসের বেতন ও ভাতা পাবেন বলে ই–মেইলে জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন থেকে আশা করা হচ্ছে, ১০ শতাংশের বেশি কর্মী তাদের প্রস্তাব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ২০ লাখের বেশি কর্মী রয়েছেন। অর্থাৎ প্রায় দুই লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন বলে আশা তাদের। এ প্রকল্পের মাধ্যমে সরকার ১০ হাজার কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবে বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
যাঁরা পদত্যাগ করতে রাজি আছেন, তাঁদের ই–মেইলের উত্তর পাঠানোর সময় বিষয়ের ঘরে ‘পদত্যাগ’ শব্দটি লিখতে বলা হয়েছে। প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও ভাতা দেওয়ার কথা বলা আছে।
তবে কয়েকটি বিভাগের কর্মীরা এ প্রস্তাব গ্রহণ করতে পারবেন না, যেমন ডাক বিভাগের কর্মী, সেনাসদস্য, অভিবাসন কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বিভাগের কিছু কর্মী।