মুহুজি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন। যেমন, ২০২২ সালে তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য এই হুমকি দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।
এক্সে গত রোববার দেওয়া এক পোস্টে মুহুজি বলেন, তাঁর বাবা একমাত্র ব্যক্তি, যিনি তাঁর (মুহুজি) হাত থেকে বিরোধী নেতা ববিকে রক্ষা করছেন।
মুহুজি লিখেছেন, যদি তাঁর বাবা না থাকতেন, তাহলে তিনি এখনই ববির মাথা কেটে নিতেন।
উগান্ডায় বেশ জনপ্রিয় ববি। তাঁর প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি। তাঁর কয়েকটি পরিচয় আছে। তিনি পপতারকা, অভিনেতা ও আইনজীবী।