ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের আরও ভূখণ্ড নিজদের দখলে নিল রুশ সামরিক বাহিনী।
আজ রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের লোজোভা ও ক্রাসনোয়ি (ইউক্রেনে সোনৎসিভকা নামে পরিচিত) গ্রাম ‘স্বাধীন’ করেছেন।